এখন আর কাজল পরোনা কেনো
- অয়ন রাতুল ২১-০৫-২০২৪

এখন আর কাজল পরোনা কেনো?
কেনো স্কার্ফে ঢেকে রাখো শ্রাবণের চুল!
আহ! কত দিন তোমার চুলের ঘ্রান নেইনি
এই জানো, তোমার চুল আর শরীরের গন্ধ
ভিষন রকমের আলাদা
একটা মেঘমল্লিকা আরেকটা বেলী

টিয়ে রঙের শাড়িটা আছে তো?
নাকি ওটাও কুচিকুচি করে কেটে ফেলেছো
রেগে গেলে মাঝে মাঝে-
এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করোনা তুমি!
আমার দেয়া কাঁচের লাল চুড়ি গুলো অক্ষত আছে কি?
যদি থাকে পরে এসো
প্রতিটি মুহু-মুহূর্ত আমি তোমার অপেক্ষায়

মিশোরী, থাক এত আয়োজনের দরকার নেই
যেমন আছো তেমনি থেকো
কর্নিয়া জুড়ে মিথ্যের উল্লাস ভেবে নেবো
তবুও এসো

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।